যুক্তরাষ্ট্র বলছে, তার পশ্চিমা মিত্র দেশগুলো ইউক্রেনকে এফ-১৬ এর মটো আধুনিক যুদ্ধবিমান সরবরাহ করতে পারবে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার জাপানে জি-সেভেন শীর্ষ সম্মেলনে আসা নেতাদের তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
এ সিদ্ধান্তের ফলে নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্কসহ বেশ কিছু দেশ তাদের নিজেদের কাছে থাকা এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনকে দিতে পারবে।
আমেরিকার তৈরি এফ-সিক্সটিন যুদ্ধবিমান ইউক্রেন অনেক দিন ধরেই চাইছিল এবং এগুলো পাবার পথ উন্মুক্ত হওয়া তাদের জন্য এক বড় খবর।
প্রেসিডেন্ট জেলেনস্কি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তবে রাশিয়া বলেছে, কোনো দেশ যদি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয় - তাহলে তারা বিরাট ঝুঁকির মুখে পড়বে।
রুশ সরকারি সংবাদমাধ্যমে বলা হয় ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেছেন, পশ্চিমা দেশগুলো উত্তেজনা বাড়ানোর রাস্তা নিয়েছে। আমাদের সব পরিকল্পনায় এ বিষয়টি বিবেচনায় রাখা হবে এবং আমাদের নিজ লক্ষ্য অর্জনের সব উপায় আমাদের হাতে আছে।
সুলিভান বলেন, এই এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহারের জন্য ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণও দেবে মার্কিন সৈন্যরা।
তিনি অবশ্য আভাস দিয়েছেন যে ইউক্রেন যেসব যুদ্ধবিমান পাবে তা শুধু আত্মরক্ষামূলক কাজেই ব্যবহার করা যাবে এবং রাশিয়ার ভূখন্ডের ভেতরে কোন আক্রমণ চালানোর সক্ষমতা বা এরকম কোন সহায়তা - কোনোটিই যুক্তরাষ্ট্র দেবে না।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মে ২০, ২০২৩
আরএইচ