ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৭ দিনের অস্ত্রবিরতিতে সম্মত সুদানের দুইপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মে ২১, ২০২৩
৭ দিনের অস্ত্রবিরতিতে সম্মত সুদানের দুইপক্ষ

সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সাত দিনের মানবিক অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।

শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরও তথ্যটি নিশ্চিত করেছে।

নতুন চুক্তিটি সংঘাতরত পক্ষগুলো জেদ্দায় স্বাক্ষর করেছে। রোববার থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয়পক্ষের সমঝোতায় স্বল্পমেয়াদী এই অস্ত্রবিরতি বাড়ানো হতে পারে।

সুদানে রক্তক্ষয়ী সংঘাত ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলছে। উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটিতে সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধের বিষবাষ্প ছেয়ে গিয়েছে গোটা দেশে।

পরিসংখ্যান বলছে, সুদানের সংঘাতে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। সেই দেশে কর্মরত হাজার হাজার বিদেশি নাগরিক সংঘাতের আবহে প্রাণের দায়ে দেশে ফিরে এসেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।