ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মে ২১, ২০২৩
লেবাননের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে বাহরাইন

বাহরাইন বলছে, তারা লেবাননের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে। মানামা শনিবার বলেছে, অচলাবস্থার শেষ হচ্ছে।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বৈরুত।

ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপ নিয়ে লেবাননের একজন মন্ত্রীর সমালোচনামূলক মন্তব্যের জেরে ২০২১ সালের অক্টোবরে বাহরাইন, সৌদি আরব ও অন্যান্য আরব উপসাগরীয় দেশগুলো লেবাননের দূতদের বহিষ্কার করেন।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা লেবাননে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এটি দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করবে।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তার দেশ এই সিদ্ধান্তের প্রশংসা করে এবং স্বাগত জানায়।

সৌদি আরব গেল বছরের এপ্রিলে লেবাননে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে।

আরব লিগে সিরিয়াকে ফেরানোসহ আঞ্চলিক দ্বন্দ্ব নিরসনে নেওয়া কয়েকটি পদক্ষেপের মধ্যেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের খবর এলো।

এক দশকের বেশি সময় ধরে বিচ্ছিন্ন থাকার পর যুদ্ধ-কবলিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গেল শুক্রবার সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ৩২তম আঞ্চলিক সম্মেলনে যোগ দেন।

সম্প্রতি চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে একটি সমঝোতা হয়েছে।

এদিকে আগামী ২৫ মে থেকে কাতার ও বাহরাইন কূটনৈতিক সম্পর্কের স্বাভাবিককরণের অংশ হিসেবে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।