রাশিয়া ইউক্রেনের মিত্রদের সংকল্প ভাঙতে পারবে না। জাপানের হিরোশিমায় জি৭ সম্মেলনের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা শেষে এমনটি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন যে, ওয়াশিংটন এবং কিয়েভের সমর্থকরা নড়বড়ে হয়ে পড়বে না। পুতিন আমাদের সংকল্প ভাঙতে পারবেন না, যেমনটি তিনি ভেবেছিলেন।
যুক্তরাষ্ট্র তাদের এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়ার পথ সহজ করে দিয়েছে। তারা যুদ্ধবিমানটি পরিচালনায় কিয়েভের পাইলটদের প্রশিক্ষণও দেবে।
সংঘাত আরও বাড়তে পারে, এমন ভয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যুদ্ধবিমানটি দিতে অনিচ্ছুক ছিলেন।
তবে বাইডেন জেলেনস্কির কাছ থেকে আশ্বাস পেয়েছেন যে, তারা রাশিয়ার ভৌগলিক অঞ্চলে এর ব্যবহার করবে না।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। নতুন প্যাকেজের মধ্যে রয়েছে, গোলাবারুদ, কামান, সাঁজোয়া যান ও প্রশিক্ষণ।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২১ , ২০২৩
আরএইচ