দুবাই তার নান্দনিক স্থাপত্যের জন্য সারাবিশ্বে পরিচিত। সেই দুবাই এখন তার স্থাপত্যে চাঁদের প্রতিরূপ তৈরির আশা করছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিরর জানিয়েছে, দুবাই গগনচুম্বী ভবনের উপরে চাঁদ আকৃতির একটি রিসোর্ট তৈরির পরিকল্পনা করেছে।
কানাডিয়ান উদ্যোক্তা মাইকেল হেন্ডারসন এ প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা। তিনি ৩০ মিটার বিল্ডিংয়ের উপরে চাঁদ আকৃতির এ রিসোর্ট তৈরির পরিকল্পনা করেছেন। ওই চাঁদের গোলকের দৈর্ঘ্য হবে ২৭৪ মিটার।
প্রকল্পের নাম ‘চাঁদ’। এটি পৃথিবীতেই মহাকাশ-উপগ্রহ দেখার অভিজ্ঞতা দেবে।
চাঁদ আকৃতির এ রিসোর্ট বছরে আড়াই কোটি পর্যটক টানবে, যা থেকে আয় হবে দেড় বিলিয়ন পাউন্ড।
হেন্ডারসন বলেন, বিশ্বজুড়ে আমরা একটি ব্র্যান্ড, যার পরিচিতি রয়েছে ৮০০ কোটি মানুষের কাছে। ওই চাঁদের অভ্যন্তরে থাকবে চারহাজার হোটেল কক্ষ বিশিষ্ট একটি রিসোর্ট। সেই কক্ষগুলোতে ১০ হাজার পর্যটক থাকতে পারবে। এছাড়া রিসোর্টটিতে নাইটক্লাব ও স্বাস্থ্যকেন্দ্র থাকবে। পর্যটকরা ‘চন্দ্র উপনিবেশ’ এর মধ্য দিয়ে চাঁদে হাঁটতে কেমন লাগে তা অনুভব করতে পারবেন। চন্দ্রাকৃতির এ রিসোর্টও রাতে পূর্ণ, অর্ধেক বা অর্ধচন্দ্র হিসেবেও আলোকিত হবে।
প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা, হেন্ডারসন এবং স্যান্ড্রা জি ম্যাথিউস বলেন, এটি পর্যটনসহ সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির প্রতিটি দিককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে।
তারা আরও বলেন, এটি হবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলের সর্ববৃহৎ এবং সবচেয়ে সফল আধুনিক পর্যটন প্রকল্প। বিশ্বব্যাপী এর আবেদনের ভিত্তিতে দুবাইতে পর্যটক দ্বিগুণ হবে।
সূত্র: জিও নিউজ
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ২১, ২০২৩
জেএইচ