ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুত রাশিয়ান ফেডারেশনের দখলে নেই: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, মে ২১, ২০২৩
বাখমুত রাশিয়ান ফেডারেশনের দখলে নেই: জেলেনস্কি

রুশ বাহিনী বাখমুত দখল করতে পারেনি বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশ্য শনিবার রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনার বাখমুত দখলের দাবি করেছে।

জাপানে জি৭ সম্মেলনে জেলেনস্কি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, এখন পর্যন্ত বাখমুত রাশিয়ান ফেডারেশনের দখলে নেই।

তিনি বলেন, আমি আপনাদের সাথে আমাদের সামরিক বাহিনীর কৌশলগত দৃষ্টিভঙ্গি শেয়ার করতে পারছি না। সবচেয়ে কঠিন হবে যদি বাখমুতে কিছু কৌশলগত ভুল হয়ে থাকে এবং আমাদের লোকজনকে ঘিরে ফেলা হয়।

এর আগে জেলেনস্কি যে মন্তব্য করেছিলেন, তাতে বাখমুত নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছিল, এই বিবৃতির মাধ্যমে তা স্পষ্ট হলো।  

জাপানে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ১৯৪৫ সালে হিরোশিমায় পারমাণবিক বোম পড়ার ছবি তাকে বাখমুতের এখনকার চিত্র মনে করিয়ে দেয়।

শনিবার রাশিয়ার পক্ষে যুদ্ধরত ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার বাখমুত দখল করে নিয়েছে এমন দাবি করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের অভিনন্দন জানান।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ২১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।