ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ৬ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। রোববার (২১ মে) এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ইরানের বিচার বিভাগীয় অনলাইন ওয়েবসাইট ‘মিজান’ স্থানীয় আইনজীবী মেহেদি শামসাবাদীর বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্তবর্তী ‘সারাভান’ নামক স্থানে এ সংঘর্ষ হয়। এতে ৬ সীমান্তরক্ষী নিহত হয়।
দারিদ্র পীড়িত এলাকা সিস্তান-বেলুচিস্তানে আফগানিস্তানেরও সীমান্ত রয়েছে। এ অঞ্চল দিয়ে মাদকের চোরাচালান হয়ে থাকে। ওই অঞ্চলে অনেক মাদক কারবারি রয়েছে। বিশেষ করে বালোচি ক্ষুদ্রগোষ্ঠী এবং সুন্নি মুসলিমদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ফারস জানিয়েছে, রোববারের হামলাটি একটি সন্ত্রাসী গোষ্ঠী চালিয়েছে। যারা ইরানে অনুপ্রবেশ করতে চেয়েছিল। সংঘর্ষের পর সীমান্তের ওপারে আবার তারা পালিয়ে যায়।
সাম্প্রতিক সময়ে এ প্রদেশের সবচেয়ে মারাত্মক হামলা এটি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, গত ১১ মার্চ ওই অঞ্চলে সন্ত্রাসীরা দুই পুলিশকে গুলি করে হত্যা করে।
সূত্র: আরব নিউজ
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মে ২১, ২০২৩
জেএইচ