ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মে ২৬, ২০২৩
ইউক্রেন যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে: মেদভেদেভ

ইউক্রেন যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘ইউক্রেনের নব্য-নাৎসি সরকারের মূল সারমর্ম নির্মূল না হলে কয়েক দশক ধরে এই যুদ্ধ চলতে পারে। ’

তিনি বলেন, ‘এই যুদ্ধ দীর্ঘ সময়ের জন্য। এমনকি কয়েক দশক ধরেও চলতে পারে। এটি একটি নতুন বাস্তবতা, নতুন জীবনযাত্রার পরিস্থিতি। ’

তিনি নিশ্চিত করে বলেন, ‘যতদিন দেশটিতে এই ধরনের (সরকার) ক্ষমতায় থাকবে, সেখানে দেখা যাবে তিন বছরের যুদ্ধবিরতির পর দুই বছর ধরে সংঘাত হচ্ছে এবং এগুলোর সবকিছুরই বার বার পুনরাবৃত্তি হবে। ’

তিনি যোগ করেন, কিয়েভ থেকে নব্য-নাৎসি শাসনের মূল সারমর্ম দূর করা দরকার।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।