ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে বিদ্যুৎমন্ত্রীকে অযোগ্য বলে আটক র‍্যাপশিল্পী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ২৬, ২০২৩
মিয়ানমারে বিদ্যুৎমন্ত্রীকে অযোগ্য বলে আটক র‍্যাপশিল্পী

ফেসবুকে মিয়ানমারের সামরিক জান্তার সমালোচনা করায় দেশটির অন্যতম জনপ্রিয় এক র‍্যাপশিল্পী আটক হয়েছেন। বিবিসি এই তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছে।

আটক হওয়া শিল্পীর নাম বিয়ু হার। মিয়ানমারে গত কয়েকমাসে হওয়া বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলা নিয়ে সামরিক জান্তার সমালোচনা করেছিলেন।

২০২১ সালে সামরিক ক্যুয়ের মাধ্যমে অং সান সু চির সরকার উৎখাতের পর থেকে মিয়ানমার গ্যাস-চালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা নিয়ে বেশ ঝামেলায় রয়েছে।

মিয়ানমারে সমালোচনাকারীদের দমনে নেওয়া কঠোর ব্যবস্থার সর্বসাম্প্রতিক উদাহরণ এই গ্রেপ্তার।

গেল মঙ্গলবার রাতে বিয়ু হার ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বিদ্যুৎমন্ত্রীকে বোকা ও অযোগ্য বলে সম্বোধন করেন।

অং সান সু চির কথা উল্লেখ করে তিনি বলেন, এই বৃদ্ধার অধীনে পাঁচ বছর ২৪ ঘণ্টাই আমরা বিদ্যুৎ পেয়েছিলাম। শুধু তাই নয়, বিদ্যুৎ বিলও কম ছিল।

ভিডিওর ক্যাপশনে ওই শিল্পী জান্তা নেতাদের উসকানিমূলক সম্বোধন করেন এবং নিজের বাড়ির ঠিকানা দেন। পাশাপাশি তিনি নিজের গ্রেপ্তারেরও আহ্বান জানান।

গেল বুধবার ইয়াঙ্গুনের নর্থ ডাগোন টাউনশিপে তিনি আটক হন। এরপর বন্ধু ও পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সামরিক জান্তার সমালোচনায় গান তৈরি করায় এর আগেও বেশ কয়েকবার কর্তৃপক্ষ তাকে সতর্ক করেছিল।  

এখনও এটি স্পষ্ট নয় যে, বিয়ু হারকে কোথায় আটকে রাখা হয়েছে বা কী অবস্থায় তিনি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ২৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।