ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এরদোয়ানের বিজয়ে যা বললেন বাইডেন ও ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এরদোয়ানের বিজয়ে যা বললেন বাইডেন ও ম্যাক্রোঁ

টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়িপ এরদোয়ান। তার বিজয় উদযাপনে রাজধানী আঙ্কারাসহ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ।

 

বিশ্ব নেতারাও জয়ের খবরে এরদোয়ানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, ইরান ও ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধানরা এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।  

এ তালিকায় রয়েছেন আজারবাইজান, সার্বিয়া, ব্রাজিল, সুইডেন, ফ্রান্সের রাষ্ট্রনেতারাও।

এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
 
নির্বাচনে জয়ের জন্য এরদোয়ানকে অভিনন্দন জানানো সর্বশেষ বিশ্ব নেতা হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  

বাংলাদেশ সময় রোববার (২৯ মে) রাত ২টা ৫০ মিনিটে এরদোয়ানের উদ্দেশ্যে টুইট করেন বাইডেন।

সেখানে তিনি লিখেছেন, তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইয়েপ এরদোগানকে তার পুনঃনির্বাচনের জন্য অভিনন্দন। ন্যাটো মিত্র হিসাবে দ্বিপাক্ষিক বিষয় এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলিতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ।

 

Congratulations to President Recep Tayyip Erdogan of Türkiye on his re-election.

I look forward to continuing to work together as NATO Allies on bilateral issues and shared global challenges.

— President Biden (@POTUS) May 28, 2023

উল্লেখ্য, সিরিয়া ইস্যু ও রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে গত কয়েক বছর ধরে একটি কঠিন সম্পর্ক চলছে, যদিও এ সম্পর্কের উত্তেজনা বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে।

এরদোয়ানের বিজয়কে স্বাগত জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘ফ্রান্স ও তুরস্ক এগিয়ে যেতে থাকবে। ’

বাংলাদেশ সময় রোববার রাত ১টা ৫ মিনিটে টুইট করেন ম্যাক্রোঁ। তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ানকে তার পুনঃনির্বাচনে অভিনন্দন জানাই। ফ্রান্স এবং তুরস্কের একসঙ্গে মোকাবিলা করার জন্য বিশাল চ্যালেঞ্জ রয়েছে। যেমন - ইউরোপে শান্তির ফেরানো, ইউরো-আটলান্টিক জোটের ভবিষ্যৎ, ভূমধ্যসাগর। এরদোয়ানের সঙ্গে আমরা এগিয়ে যেতে থাকব। ’

 

La France et la Turquie ont d'immenses défis à relever ensemble. Retour de la paix en Europe, avenir de notre Alliance euro-atlantique, mer Méditerranée. Avec le Président Erdogan, que je félicite pour sa réélection, nous continuerons à avancer.

— Emmanuel Macron (@EmmanuelMacron) May 28, 2023

প্রসঙ্গত, দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এরদোয়ান। এটি তার টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়।

দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।

এই বিজয়ের মাধ্যমে ২০ বছরের শাসনকে আরও পাঁচ বছরের জন্য প্রসারিত করবেন ৬৯ বছর বয়সী এরদোয়ান।

তুরস্কের উচ্চ নির্বাচন বোর্ডের প্রধান আহমেদ ইয়ানার এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল প্রকাশ করেন।

তথ্যসূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।