ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

দিল্লিতে জনসমক্ষে কিশোরীকে হত্যা, তরুণ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মে ২৯, ২০২৩
দিল্লিতে জনসমক্ষে কিশোরীকে হত্যা, তরুণ গ্রেপ্তার

ভারতের রাজধানী দিল্লিতে জনসমক্ষে ১৬ বছরের এক কিশোরীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ২০ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই খুনের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ওই তরুণ কিশোরীকে একের পর ছুরিকাঘাত করছেন। পরে তিনি পাথর দিয়ে কিশোরীর মাথা থেঁতলে দেন।  

তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে রোববার জানিয়েছে পুলিশ। এই খুনের কিছুক্ষণ তারা ঝগড়াও করে।

কিশোরীটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার সময় হামলার স্বীকার হয় বলে এএনআইকে জানিয়েছেন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রবি কুমার সিং।

ছুরিকাঘাত করা অভিযুক্তের নাম সাহিল। তাকে উত্তর প্রদেশের বুলন্দশহরে জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবি কুমার সিং বলেন, তদন্ত চলছে এবং এর বেশি কিছু পুলিশ এই মুহূর্তে বলবে না।

এই খুনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন।  

টুইটারে দিল্লি মার্ডার ও দিল্লি ক্রাইম, শাহবাদ ডায়েরি (ঘটনাস্থলের নাম) হ্যাশট্যাগ চলছে।

এক টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই খুনের ঘটনাকে খুব দুঃখজনক ও দুর্ভাগ্য বলে আখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন, অপরাধীরা ভয়হীন হয়ে পড়ছে। পুলিশের ভয় নেই।

দিল্লি কমিশনার ফর উইমেনের প্রধান স্বতি মালিওয়াল বলেন, দিল্লি ক্রমেই নারী ও মেয়েদের জন্য চরম অনিরাপদ হয়ে উঠছে। এই ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড হলো। বেশ কয়েকজন দেখছিলেন, কিন্তু তারা মনযোগ দেননি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ২৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।