ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু গুরুতর আহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুন ২, ২০২৩
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু গুরুতর আহত 

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক শিশু গুরুতর আহত হয়েছে। তারা বাবাও আহত হয়েছেন।

খবর আল জাজিরা।

শিশুটির বয়স দুই বছর বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। শুক্রবার সকালে শিশুটির অবস্থা গুরুতর ছিল বলে জানান চিকিৎসকরা।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার যখন গুলি চলে, তখন শিশুটির বাবা একটি গাড়িতে বসেছিলেন। ৪০ বছর বয়সী লোকটিকে রামাল্লার একটি হাসপাতালে নেওয়া হয়। আর শিশুটিকে হেলিকপ্টারে ইসরায়েলের সেবা হাসপাতালে নেওয়া হয়।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বলছে, অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার উত্তর-পশ্চিমে নবি সালেহ গ্রামের এই ঘটনা ছিল ইসরায়েলি সামরিক বাহিনীর অতর্কিত হামলার অংশ।  

অধিকারকর্মী বিলাল তামিমি জানান, ইসরায়েলি বাহিনী গ্রামের প্রবেশপথ বন্ধ করে দেয় এবং একটি যানবাহনে গুলি চালায়। তিনি বলেন, দুই বছর বয়সী শিশুটি গুরুতর আহত হয়েছে।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুকধারীরা গুলি চালিয়েছিল। জবাবে সৈন্যরা একটি গার্ড পোস্টে গুলি চালালে এক ব্যক্তি ও এক শিশু আহত হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।