ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দিনিপ্রোতে রুশ হামলায় শিশু নিহত, আহত ২২ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুন ৪, ২০২৩
দিনিপ্রোতে রুশ হামলায় শিশু নিহত, আহত ২২ 

ইউক্রেনের কেন্দ্রীয় শহর দিনিপ্রোর আবাসিক অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২২জন।

রোববার (৪ জুন) বিবিসি এই খবর জানায়।

 

আঞ্চলিক গভর্নর বলেন, পিধোরোদনেনস্কা কমিউনিটির একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।  

গভর্নর সের্হেই লাইসাক বলেন, আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। তিন ছেলেকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, উধারকর্মীরা দোতলা ভবনের ধ্বংসাবশেষে খোঁজাখুঁজি করছেন।

এই হামলার জন্য ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে দোষারোপ করেছেন। ক্রেমলিন এই ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

রাজধানী কিয়েভজুড়েও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেখানে পুনরায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। পুরো দেশ আগে থেকেই বিমান হামলার সতর্কতার আওতায় ছিল।

জেলেনস্কি দিনিপ্রোর এই বিস্ফোরণকে রাশিয়ার স্বেচ্ছা-হামলা বলে বর্ণনা করেছেন। এর আগে রাশিয়া অবশ্য প্রতিবেশি দেশে হামলার সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।