ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এরদোয়ানের মন্ত্রিসভায় জায়গা পেলেন যারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এরদোয়ানের মন্ত্রিসভায় জায়গা পেলেন যারা

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া রিসেপ তাইয়েপ এরদোয়ান তার মন্ত্রিসভা ঘোষণা করেছেন। শনিবার তৃতীয় মেয়াদে শপথ নেন তিনি।

 

স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার প্রায় পুরোটাই ঢেলে সাজিয়েছেন এরদোয়ান। অর্থনৈতিক চাপে থাকা তুরস্কের নতুন মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আন্তর্জাতিকভাবে সম্মানিত সাবেক ব্যাংকার মেহমেত সিমসেক। খবর আল জাজিরা

সিমসেক ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন সিমসেক। পরে তিনি উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে লিরার মান পড়ে যাওয়ার আগে তিনি পদত্যাগ করেন।

২০১৪ সাল থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা মেভলিত সাভাসগলুকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এরদোয়ানের গোয়েন্দা প্রধান ও সাবেক সৈনিক হাকান ফিদানকে।

এরদোয়ানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ফিদান ২০১০ সাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) নেতৃত্বে ছিলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরদোয়ানের একজন উপদেষ্টা ছিলেন।

হুলুসি আকারকে সরিয়ে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াসের গুলারকে। ৬৯ বছর বয়সী আকার ২০১৯-২০২০ সালে সিরিয়ায় তুরস্কের সামরিক অনুপ্রবেশের সময় সামরিক প্রধান ছিলেন। তিনি ইরাকে বেশ কয়েকটি সামরিক অভিযানের তত্ত্বাবধানে ছিলেন।
 
এরদোয়ানের মন্ত্রিসভায় আরও যারা স্থান পেলেন

ভাইস প্রেসিডেন্ট: সেভদেত ইলমাজ 
স্বরাষ্ট্রমন্ত্রী: আলি ইয়েরলিকায়া
শিক্ষামন্ত্রী: ইউসুফ তেকিন
আইনমন্ত্রী: ইলমাজ তুঞ্চ
পরিবার ও সমাজসেবামন্ত্রী: মাহিনুর ওজদেমির গোকতাস
শ্রম ও সামাজিক নিরাপত্তামন্ত্রী: বেদাত ইসিকান
পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী: মেহমেত ওজহাসেকি
জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী: আলপারসলান বায়রাক্তার
যুব ও ক্রীড়ামন্ত্রী: ওসমান আসকিন বাক
সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী: মেহমেত নুরি এরসোয়
স্বাস্থ্যমন্ত্রী: ফাহরেত্তিন কোচা
শিল্প ও প্রযুক্তিমন্ত্রী: মেহমেত ফাতিহ কাসির
কৃষি ও বনমন্ত্রী: ইব্রাহিম ইয়ুমাকলি
বাণিজ্যমন্ত্রী: ওমর বোলাত 
পরিবহন ও অবকাঠামো মন্ত্রী: আবদুলকাদির উরালোগলু

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুন ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।