ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পূর্ব ফ্রন্টে ইউক্রেনীয় সেনারা অগ্রসর হচ্ছে: কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুন ৬, ২০২৩
পূর্ব ফ্রন্টে ইউক্রেনীয় সেনারা অগ্রসর হচ্ছে: কিয়েভ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের চারপাশে কিয়েভ সেনাবাহিনী অগ্রসর হয়েছে।

দেশটির উপ-প্রতিরক্ষা মন্ত্রী হানা মালিয়ার এ তথ্য জানিয়েছেন।

তিনি শহরটিকে ‘শত্রুতার কেন্দ্রস্থল’ হিসেবে বর্ণনা করেছেন।

তবে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে কি না সে বিষয়ে মন্ত্রী কিছুই স্পষ্ট করেননি। খবর বিবিসি।

বিবিসি বলছে, মঙ্গলবার ভোরের দিকে বিমান হামলার সাইরেন পুরো ইউক্রেনে বেজে উঠেছিল। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মালিয়ার বলেছিলেন যে, কঠোর প্রতিরোধ এবং শত্রুদের নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা সত্ত্বেও আমাদের সামরিক ইউনিটগুলো বিভিন্ন দিকে অগ্রসর হয়েছে।

তিনি বলেন, ইউক্রেনীয় সৈন্যরা ওরিখোভো-ভাসুলিভকা এবং প্যারাসকোভিভকাতে ২০০ মিটার থেকে ১৬০০ মিটার, ইভানিভস্কে এবং ক্লিশচিভকাতে ১০০ মিটার থেকে ৭০০ মিটার অগ্রসর হয়েছে।

এদিকে সোমবার রাতে নিয়মিত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিধ্বস্ত শহর বাখমুতের তথ্য তুলে ধরেন। তিনি জানান, বাখমুত থেকে এমন খবর এসেছে- যার জন্য সবাই অপেক্ষা করছিলেন।

তিনি বলেন, ‘শত্রুরা জানত যে, এই যুদ্ধে ইউক্রেন জয়ী হবে। বাখমুতে সেনারা অসাধারণ কাজ করেছে। ’

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।