ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ফ্লাইট খরচ ৬১ শতাংশ পর্যন্ত কমেছে ভারতের অভ্যন্তরীণ রুটে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ৮, ২০২৩
ফ্লাইট খরচ ৬১ শতাংশ পর্যন্ত কমেছে ভারতের অভ্যন্তরীণ রুটে ফাইল ফটো

দিল্লি থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া ১৪ থেকে ৬১ শতাংশ পর্যন্ত কমেছে। এমন তথ্য জানিয়েছে, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দিয়া।

তিনি বলেন, নতুন করে পর্যবেক্ষণ বাড়ানোয় এ ফল মিলছে। খবর: এনডিটিভি

জ্যোতিরাদিত্য সিন্দিয়া বলেন, আমি এটা জানাতে পেরে আনন্দিত যে দিল্লি থেকে শ্রীনগর, লেহ, পুনে ও মুম্বাই রুটে বিমান ভাড়া ১৪ থেকে ৬১ শতাংশ পর্যন্ত কমেছে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন ও মন্ত্রণালয় প্রত্যেক দিনের ভাড়া পর্যবেক্ষণ করবে।

ভারতের বিমান মন্ত্রী জানিয়েছেন, বিমান ভাড়া মৌসুম ভেদে আরও কমবেশি হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।