সিরিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২২ মার্কিন সৈন্য আহত হয়েছেন।
সোমবার (১২ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনার পর আহত ১০ সেনা সদস্যকে ওই অঞ্চলের বাইরে ভালো চিকিৎসা সেবার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।
সেন্ট্রাল কমান্ড এরিয়া অব রেসপনসিবিলিটি (সেন্টকম এওআর) এক অফিসিয়াল বিবৃতিতে বলেছে, উত্তর-পূর্ব সিরিয়ায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১০ জনকে উচ্চ চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। এছাড়া শত্রুর কোনো গুলির খবর পাওয়া যায়নি।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল যে, মার্চে ইরান-সমর্থিত জঙ্গিদের দুটি হামলা তাদের ২৩ সৈন্য মস্তিষ্কে আঘাত পেয়েছিল।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমএইচএস