নাইজেরিয়ায় নাইজার নদীতে যাত্রীবাহী একটি নৌকা উল্টে গেছে। সোমবার সকালের দিকে নৌকাটি উল্টে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, নৌকাটি বিয়ের অতিথিদের বহন করছিল। তারা মধ্য নাইজেরিয়ার নিকটবর্তী নাইজার রাজ্য থেকে অনুষ্ঠান শেষে কোয়ারা রাজ্যে ফিরছিলেন।
আল-জাজিরার সংবাদদাতা আহমেদ ইদরিস আবুজা থেকে জানিয়েছেন, নৌকাটি পানিতে কিছুকে আঘাত করে এবং তারপর উল্টে যায়।
ইদরিসের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার থেকে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চলছে।
পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি যে কত মানুষের প্রাণহানি হয়েছে কিংবা কতজন নৌকায় ছিল। তবে নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে জানা গেছে।
আফ্রিকার দীর্ঘতম দুটি নদী নাইজার ও বেনু নদীর মোহনার কাছাকাছি এলাকায় এর আগেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে।
২০২১ সালের মে মাসে নাইজার নদীর একই অঞ্চলে একটি নৌকা ডুবে যায়। স্থানীয় দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়েছে। ওই ঘটনায় ১৬০ জনেরও মতো লোকের প্রাণহানি হয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
আরএইচ