ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২২ ঘণ্টার মধ্যে ৪ বার কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
২২ ঘণ্টার মধ্যে ৪ বার কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর

গত ২২ ঘণ্টার মধ্যে চার বার কেঁপে উঠেছে জম্মু ও কাশ্মীর। প্রথম ভূমিকম্পটি হয় মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১টা ৩৩ মিনিটে।

রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। তারপর মঙ্গলবার দিবাগত ২টা ২০ মিনিটে ফের ৪ দশমিক ৩ ভূমিকম্প অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জম্মু ও কাশ্মীরের কাটরায়।

এছাড়া, বুধবার (১৪ জুন) সকালেও পর পর দুইবার ভূমিকম্প হয় জম্মু ও কাশ্মীরে।

বুধবার সকাল ৭টা ৫৬ মিনিটে আবার কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৫। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। এর আধাঘণ্টার মধ্যেই চতুর্থ কম্পন হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৩।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্র জানায়, সকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল কিশতওয়ারের ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পে জম্মু ও কাশ্মীরে চারজন আহত হয়েছেন। ফাটল দেখা দিয়েছে বহু ঘরবাড়িতে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মে মাসে ভারতে মোট ৪১ বার ভূমিকম্প হয়েছে। তার মধ্যে উত্তরাখণ্ডে ৭ বার, মণিপুরে ৬ বার কম্পন অনুভূত হয়েছে। এছাড়া, অরুণাচল প্রদেশে ৫ বার, মেঘালয় এবং হরিয়ানায় ৩ বার ভূমিকম্প হয়।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।