ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘প্রিয় বন্ধু’ শি জিনপিংকে জন্মদিনের শুভেচ্ছা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
‘প্রিয় বন্ধু’ শি জিনপিংকে জন্মদিনের শুভেচ্ছা পুতিনের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক শুভেচ্ছা বার্তায় ৭০ বছর বয়সী শি জিনপিংকে পুতিন ‘প্রিয় বন্ধু’ বলে অবহিত করেছেন।

পুতিন বলেছেন, রাশিয়া ও চীনের ব্যাপক অংশীদারিত্ব বাড়াতে আপনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা অতিমূল্যায়ন করা কঠিন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমারা মস্কোকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। তবে এসময়ে এই দুই নেতার ঘনিষ্ঠতাও আগের তুলনায় অনেক বেড়েছে।

আশা প্রকাশ করে পুতিন বলেছেন, রাশিয়া ও চীনা জনগণের স্বার্থে দুই দেশের মধ্যে ‘গঠনমূলক সংলাপ অব্যাহত থাকবে’।

চলতি বছরের মার্চ মাসে শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।

পুতিন বলেন, ‘এই পুনর্নির্বাচন আপনার (শি জিনপিং) উচ্চ রাজনৈতিক কর্তৃত্ব নিশ্চিত করেছে। আপনি যে পথ বেছে নিয়েছেন এটি তার জন্য ব্যাপক সমর্থন। ’

শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আপনার নেতৃত্বে চীন সাফল্য অর্জন করেছে; প্রবৃদ্ধি দেখাচ্ছে, নাগরিকদের সফল হচ্ছে বাড়ছে। একইসঙ্গে বিশ্বে বেইজিংয়ের অবস্থান শক্তিশালী হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ