ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাংবাদিক নাদিম হত্যা: দোষীদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা চায় আরএসএফ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: দোষীদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা চায় আরএসএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকাণ্ডে দোষীদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।  

বৃহস্পতিবার (১৫) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহের একটি হাসপাতালে মারা যান।

জামালপুরের বকশীগঞ্জে আগের রাতে মারধরের শিকার হয়ে তিনি আহত হন।

আরএসএফের এশিয়া-প্যাসিফিক ডেস্কের প্রধান ডেনিয়েল বাস্টার্ড বলেন, গোলাম রাব্বানী নাদিমের মর্মান্তিক হত্যাকাণ্ড শাস্তির বাইরে থাকতে পারে না। জড়িতদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য যা যা করা দরকার, তার জন্য আমরা বাংলাদেশি প্রসিকিউটর অফিসের প্রতি আহ্বান জানাই। এবং বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির প্রতিক্রিয়া হিসাবে, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সাংবাদিকদের সুরক্ষার জন্য আইনের খসড়া তৈরি করার আহ্বান জানাই।

নাদিমের সহকর্মী আল মুজাহিদ বাবু বলেন, হামলাকারীরা নাদিমকে টেনে হিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে বেধড়ক পিটুনি দেয় এবং তাকে অজ্ঞান করে ফেলে যায়।

ঘটনার সময় উপস্থিত থাকা মুজাহিদ বাবু বলেন, তিনি হামলার সংগঠক হিসেবে একজনকে চিহ্নিত করেছেন। মাহমুদ আলম বাবু নামে এই ব্যক্তি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় শাখার প্রধান।  

জামালপুর পুলিশের প্রধান বলেন, ক্যামেরা ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। এরমধ্যে কয়েকজন ইতোমধ্যে আটক হয়েছেন।

আরএসএফ বলছে, বাংলাদেশি সাংবাদিকেরা ক্রমবর্ধমান সহিংসতার লক্ষ্যবস্তু হচ্ছে, যা প্রায়ই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত স্থানীয় কর্মকর্তাদের দ্বারা সংগঠিত হয়। দুই মাসেরও কম সময়ের মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে অন্তত সাতটি সহিংস আক্রমণ গণনার পর আরএসএফ গেল ফেব্রুয়ারিতে শঙ্কা প্রকাশ করেছিল।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।