ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৩ হাজার বছর আগের তলোয়ার এখনো চকচকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
৩ হাজার বছর আগের তলোয়ার এখনো চকচকে

জার্মান প্রত্নতাত্ত্বিকেরা তিন হাজার বছরেরও বেশি সময়ের পুরোনো একটি ব্রোঞ্জ যুগের তলোয়ার পেয়েছেন। এটি খুব ভালোভাবে সংরক্ষিত।

নরডলিঙ্গেনের দক্ষিণাঞ্চলের শহরের একটি কবরে ব্রোঞ্জ তলোয়ারটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এটি খ্রিস্টপূর্ব ১৪ শতকের। তলোয়ারটির উপরের ধারাল অংশ অষ্টভূজাকার আকৃতির।  

বাভারিয়া'স স্টেট অফিস ফর মনুমেন্ট প্রটেশকন বলেছে, এর অবস্থা এতই ভালো যে, এখনো প্রায় চকচক করছে।

কবরটিতে একজন পুরুষ, একজন নারী ও একটি ছেলের কঙ্কালের হাড়সহ বেশ কিছু ব্রোঞ্জের সামগ্রীও পাওয়া যায়।  

প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত নন যে, এই তিনের সম্পর্ক ছিল কি না। সন্ধানের বিরলতা তলোয়ারের উত্স সম্পর্কে প্রশ্ন তোলে।

বাভারিয়া'স স্টেট অফিস ফর মনুমেন্ট প্রটেশকন বলছে, এই ধরনের তলোয়ার তৈরি করা বেশ জটিল। ব্লেডের ওপর ঢালাই করা হয়েছিল।  

তলোয়ারটি ক্রোধের জন্য ব্যবহার করা হয়েছে বলে মনে হয় না, তবে এটি একটি আসল অস্ত্র ছিল বলে মনে করা হয়, শুধু শোভার জন্য নয়।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।