আটলান্টিক মহাসাগরে পাঁচ পর্যটকসহ হারিয়ে যাওয়া ট্যুরিস্ট সাবমেরিনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এটি উদ্ধারে চলছে বিশাল অভিযান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান ওশেনগেটের ট্যুরিস্ট সাবমেরিনটিতে সাধারণত চারদিনের অক্সিজেন মজুদ থাকে। বর্তমানে এটিতে আর মাত্র ৩০ ঘণ্টার অক্সিজেন আছে।
নিখোঁজ সাবমেরিনটি খুঁজে বের করতে ৭ হাজার ৬০০ বর্গকিলোমিটার জায়গা জুড়ে অভিযান চালানো হচ্ছে।
রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত একটি যান সাবমেরিনটির সর্বশেষ অবস্থানে খোঁজ চালিয়ে যাচ্ছে। যানটিতে একটি শক্তিশালী ক্যামেরা লাগানো আছে।
এছাড়া উদ্ধা অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিমান, সরঞ্জাম এবং উদ্ধার অভিযানের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে। অভিযানে যোগ দিয়েছে ফ্রান্সের একটি গবেষণা জাহাজও।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, আটলান্টিকের নিচে যাওয়ার ১ ঘণ্টা ৪৫ মিনিট পর এই ছোট সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিবিসি বলছে, ওশানগেট কোম্পানির এ ট্যুরিস্ট সাবমেরিনটিতে পাঁচজন যাত্রী ভ্রমণ করতে পারেন।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমএইচএস