ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্প্যানিশ দ্বীপে যাওয়ার পথে নৌকাডুবি, ৩০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুন ২২, ২০২৩
স্প্যানিশ দ্বীপে যাওয়ার পথে নৌকাডুবি, ৩০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

স্পেনের ক্যানারি দ্বীপের দিকে যাওয়া একটি নৌকা ডুবে ৩০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিবাসী-কেন্দ্রিক দুটি সংস্থা এই শঙ্কার কথা জানিয়েছে।

ওয়াকিং বর্ডার্স ও অ্যালার্ম ফোন নামে সংস্থা দুটি বলছে, ৬০ জনের মতো যাত্রী ওই নৌকায় ছিল। স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস নৌকার দুই যাত্রী, একজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেছে যে, মরক্কোর একটি টহল নৌকা এর আগে ২৪ জনকে উদ্ধার করেছিল।

স্পেন কিংবা মরক্কো- কোনো দেশের কর্মকর্তারা নিশ্চিত করেননি যে, কতসংখ্যক লোক নৌকাটিতে ছিল কিংবা কতজন নিঁখোজ রয়েছেন।

ওয়াকিং বর্ডার্সের মুখপাত্র হেলেনা মালেনো টুইটে বলেন, ৩৯ যাত্রী ডুবে গিয়েছিলেন। এর বেশি কিছু তিনি বলেননি। অন্যদিকে অ্যালার্ম ফোন বলছে, ৩৫ জন নিখোঁজ রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ২২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।