ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চলন্ত বাইকে রোমান্স করা প্রেমিক-প্রেমিকাকে খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
চলন্ত বাইকে রোমান্স করা প্রেমিক-প্রেমিকাকে খুঁজছে পুলিশ ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের গাজিয়াবাদের একটি সড়কে চলন্ত বাইকে বসে প্রেমিক-প্রেমিকার রোমান্স করার দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এমন পাগলামির জন্য পুলিশ খুঁজছে ওই প্রেমিক-প্রেমিকাকে।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি দ্য ফ্রি প্রেস জার্নাল

ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত বাইকে প্রেমিককে সামনে থেকে জড়িয়ে আছে প্রেমিকা। একটি মাইক্রোবাস থেকে এক ব্যক্তি তাদের এ ঘটনার দৃশ্য ভিডিও করেন।

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই ব্যক্তি বলেন, অনেকে ভাইরাল হওয়ার জন্য জীবনে ঝুঁকি নেয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ওই প্রেমিক-প্রেমিকা বাইকে চলার সময় কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম পরিধান করেনি। এমনকি তাদের কারও মাথায় হেলমেট ছিল না।

এ ঘটনায় পুলিশকে উদ্দেশ্য করে এক টুইট ব্যবহারকারী লিখেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

ভিডিওটি এরইমধ্যে পুলিশের নজরে এসেছে। গাজিয়াবাদ ডেপুটি কমিশনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শোনা যাচ্ছে এমন কাজের জন্য ট্রাফিক পুলিশ তাদের বড় অঙ্কের জরিমানা করেছে। জরিমানার বিষয়টি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।