ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গুলি, হামলাকারীসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গুলি, হামলাকারীসহ নিহত ২

সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের নিরাপত্তাকর্মীদের ওপর গুলি চালিয়েছে সশস্ত্র একজন ব্যক্তি। এতে কনস্যুলেটের একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির সময় কনস্যুলেটের এক নেপালি কর্মী নিহত হন।

সৌদি আরবের গণমাধ্যম জানিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মার্কিন কূটনৈতিক চত্বরের কাছে গাড়ি থামায়। একটি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী  নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গুলি বিনিময়ের সময় মার্কিন কনস্যুলেটের একজন নেপালি কর্মী আহত হন এবং পরে মারা যান। নিরাপত্তাকর্মীদের গুলিতে হামলাকারী নিহত হন।

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র গোলাগুলির ঘটনায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, জেদ্দা কনস্যুলেট এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সৌদি সরকার ঘটনাটি তদন্ত করছে। হামলায় কনস্যুলেট অফিস ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।