সম্প্রতি রুশ সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থান ঘোষণা করে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী গ্রুপ ওয়াগনার। যদিও ওয়াগনার প্রধান প্রিগোজিনের অভ্যুত্থান সফল হয়নি।
এ নিয়ে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি বলেন, ‘রাশিয়া অধিকতর শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে। অতীতে যেকোনো সমস্যা থেকে তার দেশ আরও শক্তিশীল ও স্থিতিশীল হিসেবে আবির্ভূত হয়েছে।
লাভরভ বলেন, আমাদের কোনো কিছু ব্যাখ্যা করা কিংবা কাউকে নিশ্চয়তা দেওয়ার প্রয়োজন নেই। আমরা স্বচ্ছভাবেই কাজ করছি। প্রেসিডেন্ট পুতিন এবং দেশের সব রাজনৈতিক শক্তি এ ইস্যু নিয়ে কথা বলেছে। পশ্চিমাদের যদি কোনো সন্দেহ থাকে সেটা তাদের বিষয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন পশ্চিমা নেতাদের প্রতিক্রিয়া নিয়েও মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
জেডএ