ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএমএফ থেকে ৩০০ কোটি ডলার ঋণ নিতে পাকিস্তানের প্রাথমিক চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
আইএমএফ থেকে ৩০০ কোটি ডলার ঋণ নিতে পাকিস্তানের প্রাথমিক চুক্তি ছবি: সংগৃহীত

পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে প্রায় ৩০০ কোটি ডলারের একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। এ ঋণ পেলে দেশটি তার দুর্বল অর্থনীতিকে স্থিতিশীল করতে পারবে।

এছাড়া লাখ লাখ মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলা দেওয়া দক্ষিণ এশিয়ার দেশটিকে সংকট থেকে বের করে আনতে সহায়ক শক্তি হিসেবে কাজে আসবে বলে ধারণা করা হচ্ছে।

আইএমএফ বৃহস্পতিবার (২৯ জুন) এক বিবৃতিতে বলেছে, কর্মকর্তা পর্যায়ের এ চুক্তির আবেদন নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে জুলাইয়ের মাঝামাঝি বিবেচনার জন্য সুপারিশ করা হবে।

কয়েক মাস ধরে আটকে থাকা এ চুক্তি পাকিস্তানকে তাদের জন্য অতিপ্রয়োজনীয় ২২ কোটি মার্কিন ডলারে প্রবেশাধিকার দেবে এবং ঋণদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ ও দেশের ঋণখেলাপি হওয়ার ঝুঁকি কমাবে।

আইএমএফ আরও বলেছে, নতুন এ চুক্তি সামনের সময়কালে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক অংশীদারদের কাছ থেকে আর্থিক সহায়তার জন্য একটি কাঠামো প্রদান করবে।

পাকিস্তানে গত বছর বিপর্যয়কর বন্যায় লাখ লাখ মানুষের অর্থনৈতিক দুর্দশা আরও জটিল হয়ে উঠে। অনেকের পরিবারকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। এ অবস্থায় অনেকে খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য হারিয়ে ফেলে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী  ইমরান খানকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ও বিক্ষোভ ঘিরে থাকা রাজনৈতিক অস্থিরতার কারণে ঋণ সুরক্ষিত করার প্রচেষ্টা আরও জটিল হয়। দুঃশাসন ও দুর্নীতির অভিযোগে গত বছর অনাস্থা ভোটে ইমরান খানকে নাটকীয়ভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়।

নিষ্ঠুর দারিদ্র্য অনেককে পাকিস্তান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। ব্যাপক খাদ্যাভাব, ক্রমবর্ধমান মূল্য চাপে দেশের মানুষ বেসামাল হয়ে পড়ে। গত এপ্রিলে রমজান মাসে শত শত মানুষ বিনামূল্যে এক ব্যাগ ময়দা পাওয়ার জন্য রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে। এ সময় অনেকে পদদলিত হয়ে মারাত্মকভাবে আহত হয়। এমন পরিস্থিতি শুধু দরিদ্রদেরই প্রভাবিত করেনি। নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় অনেক মধ্যবিত্ত পরিবারও অসহায় হয়ে পড়ে।

ঋণ নেওয়ার আগে পাকিস্তান কর বাড়ানো এবং ব্যয় কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আইএমএফের সঙ্গে দেশটির একটি অনমনীয় ইতিহাস রয়েছে। দেশটির বর্তমান ঋণ কর্মসূচি ২০১৯ সালে শুরু হয়েছিল। কিন্তু ইসলামাবাদ তহবিল কিছু প্রয়োজনীয়তা শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় বারবার স্থবির হয়ে পড়ে এ ঋণ কর্মসূচি।

বিশেষজ্ঞরা আগেই সতর্ক করে বলেছিলেন নিজস্ব তহবিল ছাড়া ঋণ নিলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়বে।

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।