ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাল্টিমোরে পার্টিতে গুলিতে নিহত ২, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
বাল্টিমোরে পার্টিতে গুলিতে নিহত ২, আহত ২৮

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে একটি ব্লক পার্টিতে গুলিতে দুজন নিহত হয়েহেন এবং আহত হয়েছেন অন্তত ২৮ জন।  

এই ঘটনায় নয়জনকে ওই অঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনজনের অবস্থা গুরুতর। রোববার এই ঘটনা ঘটে।

বাল্টিমোর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওরলে বলেন, ১২টা ৩০ মিনিটের দিকে পুলিশ বেশ কয়েকটি ফোনকল পায়। পুলিশ গিয়ে এক নারীকে মৃত এবং নয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়।

পুলিশ বলছে, ব্লক পার্টি চলাকালে গুলি ছোড়া এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

রিচার্ড ওরলে বলেন, এই গুলি ছোড়ার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তদন্তকারীরা বিস্তৃত ক্রাইম সিন নিয়ে কাজ করছেন।

বাল্টিমোর মেয়র ব্র্যান্ডন স্কট এই ঘটনাকে বেপরোয়া, কাপুরুষোচিত কাজ হিসেবে বর্ণনা করেছেন, যা এখানে ঘটেছে এবং যা স্থায়ীভাবে অনেকের জীবন পরিবর্তন করেছে এবং দুই জনের জীবন নষ্ট করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ২০ থেকে ৩০টি গুলি ছোড়ার শব্দ শুনেছেন।

সূত্র: ফক্স নিউজ ও সিএনএন

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।