ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘ধীরগতির অস্ত্র সরবরাহে পাল্টা আক্রমণে দেরি হচ্ছে’

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
‘ধীরগতির অস্ত্র সরবরাহে পাল্টা আক্রমণে দেরি হচ্ছে’

ধীরগতির অস্ত্র সরবরাহ কিয়েভের পরিকল্পিত পাল্টা আক্রমণকে বিলম্বিত করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, এজন্য অধিকৃত এলাকায় রাশিয়া তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার সুযোগ পাচ্ছে।

ইউক্রেনীয় বন্দর নগরী ওডেসাতে সিএনএনের প্রতিবেদক ইরিন বার্নেটের সঙ্গে কথা বলেন জেলেনস্কি। এসময় তিনি জানান, আরও আগেই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পরিকল্পনা ছিল। চিন্তা ছিল জুনের শুরুতে।

প্রি-টেপ করা সাক্ষাৎকারে একজন অনুবাদকের মাধ্যমে জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে কিছু অসুবিধার কারণে আমাদের পাল্টা আক্রমণে ধীরগতি হচ্ছে। সবকিছুই সেখানে প্রচুর পরিমাণে খনন করা হয়েছে।

পাল্টা আক্রমণ আমি অনেক আগেই শুরু করতে চেয়েছিলাম। কিন্তু করিনি। কারণ সবাই বুঝতে পেরেছিল যে, যদি পাল্টা আক্রমণের বিষয়টি প্রকাশ পায়, তাহলে আমাদের অঞ্চলের অনেক বড় অংশ খনন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।