ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া-সিরিয়ার যৌথ বিমান প্রতিরক্ষা মহড়া

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
রাশিয়া-সিরিয়ার যৌথ বিমান প্রতিরক্ষা মহড়া

রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সিরিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা।

সিরিয়ায় রাশিয়ার রিকন্সিলেশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় গত বুধবার (৫ জুলাই) থেকে শুরু হওয়া এই মহড়া চলবে এই সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত।

এর আগে অ্যাডমিরাল ওলেগ গুরিনভ জানিয়েছিলেন, মহড়ায় যৌথভাবে দুই দেশের সেনারা বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মহড়া চালাবে যাতে সিরিয়ারে ওপর শত্রুর বিমান হামলা মোকাবিলা করা যায়।

তিনি বলেন, মার্কিন জোটের নিয়ম ভঙ্গের ঘটনা বেড়েই চলেছে। যার কারণে পারস্পরিক গঠনমূলক সহযোগিতা অসম্ভব হয়ে উঠেছে।

ওলেগ গুরিনভ সুস্পষ্ট করে বলেন, আমরা বারবার বলেছি এই ধরনের কর্মকাণ্ড ও সমন্বয়হীন কোনো ফ্লাইটের জন্য রাশিয়া কোনোরকম দায় দায়িত্ব বহন করবে না।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।