ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

চেক প্রজাতন্ত্রে জেলেনস্কি বললেন, দূরপাল্লার অস্ত্র দরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
চেক প্রজাতন্ত্রে জেলেনস্কি বললেন, দূরপাল্লার অস্ত্র দরকার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন। বৃহস্পতিবার তার এই সফর শুরু হয়।

 

সেখানে তিনি সামরিক সহায়তার পাশাপাশি ন্যাটোভুক্তিতে সমর্থনের আশ্বাসের বিষয়ে আলোচনা করেন।

শুক্রবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে জেলেনস্কি বলেন, রাশিয়ার বাহিনীর সঙ্গে লড়তে কিয়েভের দূরপাল্লার অস্ত্র দরকার।

চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, দূরপাল্লার অস্ত্র ছাড়া শুধুমাত্র আক্রমণাত্মক অভিযান চালানোই কঠিন নয়, প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করাও কঠিন।
 
তিনি বলেন, প্রথমত, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরপাল্লার অস্ত্র সরঞ্জাম সম্পর্কে কথা বলছি এবং এটি কেবল আজ তাদের ওপরই নির্ভর করছে।  

চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সামরিক জোটের ওপর নির্ভর করছে।

প্রাগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে তিনি এমনটি বলেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভের শক্তিশালী সমর্থক চেক প্রজাতন্ত্র। ফিয়ালা শুক্রবার বলেন, আরও সহায়তা দেওয়া হবে। আরও সামরিক হেলিকপ্টার দেওয়া হবে।

সূত্র: এপি ও আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।