ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
ক্যালিফোর্নিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে একটি প্রাইভেট প্লেন বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৮ জুলাই) সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মাঠে প্লেনটি বিধ্বস্ত হয়।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মাঠে বিধ্বস্ত হওয়ার পর প্রাইভেট প্লেনটিতে আগুন ধরে যায়। এতে প্লেনে থাকা ছয়জনেরই মৃত্যু হয়।

লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে প্রায় ৮৫ মাইল (১৩৬.৭৯ কিমি) দক্ষিণ-পশ্চিম রিভারসাইড কাউন্টির ক্যালিফোর্নিয়ার মুরিয়েটা শহরের একটি বিমানবন্দরের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়।

একটি মার্কিন সংবাদমাধ্যম কেটিএলএ জানিয়েছে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে সেসনা সি৫৫০ মডেলের প্লেনটি লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল।

রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ভোর ৪টা ১৫ মিনিটের পর কর্তৃপক্ষ জ্বলন্ত প্লেনটি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছয় যাত্রীকে মৃত ঘোষণা করে। তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।