ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে প্রাণ গেছে ৯০০০ বেসামরিকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
ইউক্রেন যুদ্ধে প্রাণ গেছে ৯০০০ বেসামরিকের

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। সেই অভিযান এক পর্যায়ে যুদ্ধে রূপান্তরিত হয়।

গত শুক্রবার এই যুদ্ধ ৫০০তম দিন পার করেছে।

এই ৫০০ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০০ শিশুও রয়েছে। নিহতের এই সংখ্যায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন (এইচআরএমএমইউ) গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থাটি ‘ইউক্রেন যুদ্ধে এত বেসামরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে’।

এইচআরএমএমইউ নিশ্চিত করতে সক্ষম হয়েছে যে, যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মিশন সতর্ক করেছে যে, প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

যুদ্ধ শুরুর ৫০০তম দিন উপলক্ষে দেওয়া বিবৃতিতে এইচআরএমএমইউ-এর ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেছেন, আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক চিহ্নিত করছি। এটি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর একটি ভয়ঙ্কর কিছু চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ