ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পারমাণবিক সাবমেরিন ইস্যুতে মার্কিন পদক্ষেপের নিন্দা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
পারমাণবিক সাবমেরিন ইস্যুতে মার্কিন পদক্ষেপের নিন্দা উত্তর কোরিয়ার

কোরীয় উপদ্বীপের কাছাকাছি যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্রযুক্ত সাবমেরিন মোতায়েন করার পরিকল্পনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

একইসঙ্গে মার্কিন এই পদক্ষেপটি একটি বিধ্বংসী পারমাণবিক সংঘাতকে উস্কে দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটি।

সোমবার (১০ জুলাই) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একটি বিবৃতি তুলে ধরে জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে, এটি একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। কারণ এটি আঞ্চলিক সামরিক উত্তেজনাকে আরও জটিল অবস্থায় নিয়ে আসবে। বাস্তবে এটি পারমাণবিক সংঘর্ষের সবচেয়ে খারাপ সংকটকে উসকে দিতে পারে।

কেসিএনএ বলছে, মার্কিন পরিকল্পনাটি উত্তর কোরিয়ার পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর জন্য স্পষ্ট পারমাণবিক হুমকি।

বার্তা সংস্থাটি জানিয়েছে, কোরীয় উপদ্বীপ অঞ্চলে এমন চরম পরিস্থিতির সৃষ্টি হোক তা কেউ চায় না। এর কারণে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণরূপে দায়ী করা হবে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার দক্ষিণ কোরিয়ার মিত্র গত এপ্রিল মাসে সম্মত হন যে, মার্কিন নৌবাহিনীর একটি পারমাণবিক সশস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন দক্ষিণ কোরিয়া সফর করবে। যদিও এ ধরনের সফরের জন্য তখন কোনো সময়সূচি দেওয়া হয়নি।

এরই পরিপ্রেক্ষিতে একটি মার্কিন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সাবমেরিন গত মাসে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পৌঁছেছিল।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।