ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সম্মেলন থেকে ‘ইতিবাচক ও দৃঢ় বার্তা’ পাবে ইউক্রেন: ন্যাটো প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
সম্মেলন থেকে ‘ইতিবাচক ও দৃঢ় বার্তা’ পাবে ইউক্রেন: ন্যাটো প্রধান

লিথুয়ানিয়ায় ন্যাটো সম্মেলন থেকে ইউক্রেন সদস্যপদ বিষয়ে ‘ইতিবাচক ও দৃঢ় বার্তা’ পাবে। এমনটি বলেছেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটটির মহাসচিব জেন্স স্টল্টেনবার্গ।

মঙ্গলবার সকালে ভিলনিয়াসে স্টল্টেনবার্গ বলেন, ২০০৮ সাল থেকে ইউক্রেন অনেক দূর এগিয়েছে, যখন ন্যাটো প্রাথমিকভাবে সম্মত হয়েছিল যে, ইউক্রেন কোনো এক সময়ে জোটের সদস্য হবে।
 
তিনি বলেন, ইউক্রেন ন্যাটোর বেশ ঘনিষ্ট। তাই আমি মনে করি, ন্যাটোর সিদ্ধান্তে তা প্রতিফলিত হওয়ার সময় এসেছে।  

ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে ন্যাটো বিভক্ত। পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো চায়, কিয়েভ পূর্ণ সদস্য হিসেবে জোটে যোগ দিক। অন্যদিকে বাকিদের দুশ্চিন্তা, তারা রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়বে।

কিয়েভ অবস্য স্বীকার করেছে যে, তারা যুদ্ধের সময় জোটে যোগ দিতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।