ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কিয়েভে ফের রাশিয়ার ড্রোন হামলা

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
কিয়েভে ফের রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলগুলোতে ফের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

বুধবার (১২ জুলাই) এই হামলা চালানো হয়।

এর আগে, গতকালও কিয়েভকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছিল রুশ সেনারা।

বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, রাশিয়া পরপর দুই রাতে কিয়েভ এবং নিকটবর্তী অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

“বিমান অভিযানের সতর্কতা জারি! কিয়েভের দিকে এই অঞ্চলে নিযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা,” 

বুধবার সকালে টেলিগ্রাম অ্যাপে ইউক্রেনের কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, ‘হামলার সতর্কতা সাইরেন চালু রয়েছে। এই অঞ্চলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিয়েভে কাজ করছে। ’

কিয়েভের সামরিক প্রশাসন পরবর্তী ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দের মতো বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কিয়েভের আকাশসীমায় প্রবেশ করা সব রাশিয়ান ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ