ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেনে দ. কোরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেনে দ. কোরিয়ার প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে আকস্মিক সফরে ইউক্রেনের পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে স্পষ্ট সমর্থনের প্রস্তাব দিয়েছেন।

শনিবার (১৫ জুলাই) ইউনের কার্যালয় জানিয়েছে, তিনি ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া ও পোল্যান্ড সফরের পর স্ত্রী কিম কিওন-হিরকে সঙ্গে নিয়ে ইউক্রেন সফর করছেন। প্রায় ১৭ মাস আগে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপরই দেশটিতে প্রথমবারের মতো সফর করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

ইউক্রেন পৌঁছে রাজধানীর কিয়েভের কাছের দুটি বুচা ও ইরপিন ঘুরে দেখেছেন প্রেসিডেন্ট ইউন। শহর দুটিতে রুশ সৈন্যদের আগ্রাসনে বহু মানুষ হতাহত হয়েছে। শহর দুটির রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়েছিল, পাওয়া গেছে গণকবরও। প্রেসিডেন্ট ইউন যুদ্ধে নিহতদের স্মৃতিস্তম্ভে ফুল দেন।

ইউনের প্রেস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কিম ইউন-হেই এক বিবৃতিতে বলেছেন, আগামীকাল রোববার (১৬ জুলাই) প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাদের প্রেসিডেন্টের আলোচনার কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।