ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২০

দক্ষিণ কোরিয়ায় দুই দিনের ভারী বর্ষণে ভূমিধস ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনের দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন তিনজন।

ক্ষতিগ্রস্ত এলাকা থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল জাজিরা।

শনিবার (১৫ জুলাই) প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় এলাকায় ভূমিধসে ৮জন আটকা পড়ে আছেন। ইয়েংজুর পূর্ব কাউন্টি ও চেওংইয়ংয়ের কেন্দ্রীয় কাউন্টিতে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৪ জুলাই) দক্ষিণ চুংচেং প্রদেশের ননসানের কেন্দ্রীয় শহরে একটি ভবন ধসে দুজনের মৃত্যু হয়। উত্তর গিয়ংসাং প্রদেশের বোংহওয়াতেও ভূমিধসে একটি বাড়ি ভেঙে পড়ে দুজন নিহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, ২০ জনের মৃত্যুর খবর ছাড়াও আনুষ্ঠানিকভাবে তিনজন নিখোঁজ বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও অস্থায়ীভাবে ১৩টি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেন্দ্রীয় গোয়েসান জেলায় একটি স্থানীয় বাঁধ উপচে পড়ায় ছয় হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যা-ভূমিধসে সাতজন আহত হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে গ্রীষ্মকালীন বর্ষাকাল চলছে। এ সময়ে বন্যা একটি নিয়মিত ঘটনা।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।