ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বন্যা: টানেলে মিলল আরও ১৩টি মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
দক্ষিণ কোরিয়ায় বন্যা: টানেলে মিলল আরও ১৩টি মরদেহ

টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বন্যায় প্লাবিত একটি টানেলে আটকে পড়া গাড়ি থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মধ্য দক্ষিণ কোরিয়ার চেওংজু শহরের একটি বন্যাকবলিত টানেল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এদিকে ৬৮৫ মিটার টানেলটিতে ঠিক কতজন আটকা পড়েছেন তা কর্মকর্তারা এখনও স্পষ্ট করতে পারেননি। তবে সেখানে ১৫টি গাড়ি আটকে ছিল বলে জানা গেছে।

রোববার সকালে টানেলে আটকে পড়া একটি বাসের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার সেখানে অন্য একটি মরদেহ খুঁজে পাওয়া যায় এবং নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

বিবিসি বলছে, গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৭ জুলাই) কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর এখন পর্যন্ত অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন।

এদিকে মুষলধারে বৃষ্টির কারণে পূর্ব এশিয়ার এই দেশটির বেশিরভাগ অংশে বন্যা, ভূমিধস দেখা দেওয়ার পর বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।