ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদজুড়ে উত্তেজনা, সুইডেন দূতাবাসে অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
বাগদাদজুড়ে উত্তেজনা, সুইডেন দূতাবাসে অগ্নিসংযোগ ছবি: সংগৃহীত 

সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কপি পোড়ানোর ঘটনার প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদে সুইডেন দূতাবাসে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা।  

বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে কয়েক শ’ বিক্ষোভকারী দূতাবাসের সামনে জড়ো হন। একপর্যায়ে দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দেন তারা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

দূতাবাসের কর্মকর্তা ও কর্মীরা সবাই অক্ষত রয়েছেন বলেও জানা গেছে।  

সম্প্রতি স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন সালওয়ান মোমিকা নামের এক ব্যক্তি।

সূত্র: আল-জাজিরা 

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।