ঢাকা, শনিবার, ২ ভাদ্র ১৪৩১, ১৭ আগস্ট ২০২৪, ১১ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

জুলাইয়ে কিয়েভে ষষ্ঠ ড্রোন হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
জুলাইয়ে কিয়েভে ষষ্ঠ ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। চলতি মাসে কিয়েভে চালানো এটি রাশিয়ার ষষ্ঠ ড্রোন হামলা।

এদিকে হামলায় ব্যবহৃত সবগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। প্রাথমিক প্রতিবেদনে দেশটির কর্মকর্তারা জানিয়েছে, এতে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ভূপাতিত করেছে।

তিনি বলেন, হামলার খবরে ৩ ঘণ্টা ধরে সাইরেন বাজানো হয়েছিলো। কিয়েভের দিকে যাওয়া সবগুলো ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, পাওয়া তথ্য অনুযায়ী এই হামলায় রাজধানীতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগেই কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসন ড্রোন হামলার সতর্কতা জারি করেছিল। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার জন্য বলা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৪৮, জুলাই ২৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।