ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দাবানল নেভাতে গিয়ে গ্রিসে ভেঙে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে ভেঙে পড়ল বিমান

ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস। এই আগুন নেভাতে গিয়ে ভেঙে পড়েছে একটি প্লেন।

এতে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫) এথেন্সের কাছে এভিয়া দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে আনতে সেখানে একটি প্লেন পৌঁছায়। দমকল বাহিনীর ওই বিশেষ প্লেনটি আগুন নেভানোর জন্যই সেখানে গেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। প্লেনের দুই পাইলটই মারা গেছেন।

এদিকে দাবানলের কারণে গ্রিসের একাধিক অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বেশকিছু অঞ্চল থেকে স্থানীয় মানুষ এবং পর্যটকদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা রোডস এবং কর্ফুতে। সেখান থেকে পর্যটকদের উদ্ধার করা হয়েছে। তাপপ্রবাহের কারণে সিসিলির বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। সোমবার তা আবার খোলা হয়।

এদিকে এভিয়া দ্বীপে এক মেষপালকের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুনে পুড়েই তার মৃত্যু হয়েছে। গত রোববার থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। গ্রিসে এই নিয়ে গরমের দাপটে তিন জনের মৃত্যু হলো।

সূত্র- ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।