সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
বুধবার (২৬ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তর সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল। দুর্ঘটনাটি নিউনে সার এলাকার মহাসড়কে ঘটে।
দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত লোগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুয়েন গুয়ে সানকারে বলেছেন, একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে প্রাণহানির এই ঘটনা ঘটে।
লোগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুয়েন গুয়ে সানকারে রয়টার্সকে বলেছেন যে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে।
তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের লুগার হাসপাতালে এবং নিহতদের বিভিন্ন মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এমএইচএস