ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শত্রুপক্ষের হামলা নস্যাৎ করার দাবি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
শত্রুপক্ষের হামলা নস্যাৎ করার দাবি মস্কোর

রাশিয়ার রাজধানী মস্কোতে আকাশ পথে হামলার চেষ্টা করা হয়েছে। তবে হামলায় ব্যবহৃত ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (২৮ জুলাই) ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইউনিটগুলো গুলি করে শত্রুপক্ষের ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

তিনি বলেন, শত্রুদের ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ অনেক সময় ধরে চলছে। যুদ্ধের এই পর্যায়ে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে হামলার ঘটনা বেড়েছে। এমনকি ড্রোন হামলা হচ্ছে রাশিয়া রাজধানী মস্কোতেও।

ড্রোন ব্যবহার করে সীমান্ত থেকে শত শত মাইল দূরে রুশ ভূখণ্ডের ভেতরে ইউক্রেন হামলা করছে বলে অভিযোগ মস্কোর। তবে যুক্তরাষ্ট্র বলছে, তারা রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা চালানোকে সমর্থন করে না।

যদিও রুশ ভূখণ্ডে হামলা বা বিস্ফোরণের দায় কখনোই স্বীকার করে না ইউক্রেন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ