ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ৯

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি মার্কেটে আতশবাজির গুদামে বিস্ফোরণে তিন শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে।

খবর বিবিসি।  

বিস্ফোরণস্থলটি মালয়েশিয়ার সীমান্তঘেঁষা সুনগাই কলকে অবস্থিত। এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন অন্তত ১১৫ জন। ধারণা করা হচ্ছে, নির্মাণকাজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বাসিন্দারা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পান।

এর প্রভাবে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে, জানালা ভাঙার পাশাপাশি ছাদ ভেঙে পড়ে। ধোঁয়ার বড় শিখা বাতাসে ছড়িয়ে পড়ে।  

বিস্ফোরণে নারাথিওয়াত প্রদেশের ওই শহরের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।  

স্থানীয় গভর্নর স্যানন পোঙ্গাকসর্ন বলেন, মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক তদন্ত বলছে, ভবনে নির্মাণকাজ চলাকালে ইস্পাত ঢালাইয়ে যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণটি ঘটেছে।  

সেকসান তায়েসেন, যিনি ঘটনার একজন প্রত্যক্ষদর্শী, তার বাস ওই মার্কেট থেকে ১০০ মিটার দূরে, তিনি বলেন, তিনি বাড়িতে থাকার সময় বিকট বজ্রধ্বনি শুনতে পান এবং তার পুরো বাড়ি কেঁপে ওঠে।  

তিনি বলেন, তারপর দেখলাম আমার ছাদটা খোলা। আমি বাইরে তাকিয়ে দেখলাম ঘর ভেঙে যাচ্ছে এবং মাটিতে মানুষ পড়ে আছে। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।