ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১২ আগস্টের আগে সংসদ ভেঙে দেওয়া হবে: শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
১২ আগস্টের আগে সংসদ ভেঙে দেওয়া হবে: শেহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পুনর্ব্যক্ত করেছেন যে, আগামী ১২ আগস্টের আগে জাতীয় জাতীয় ভেঙে দেওয়া হবে।

সোমবার (৩১ জুলাই) জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, চলমান জাতীয় সংসদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে। তাদের আগেই এটি ভেঙে দেওয়া হবে।

তিনি বলেন, তারপর নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

শরীফ আরও বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সিদ্ধান্ত বিরোধী দলের নেতাদের সঙ্গে পরামর্শ করে নেওয়া হবে।

তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধানের তালিকা চূড়ান্ত
এদিকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ক সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের কাজ শেষ হয়েছে।

পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএলএন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পিডিএম জোটের অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনা করে ৫ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে এই তালিকায় কাদের নাম রয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।