ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জেলেনস্কির শহরে রুশ হামলায় হতাহত ৭৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
জেলেনস্কির শহরে রুশ হামলায় হতাহত ৭৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মেয়ে শিশু ও তার মা রয়েছেন।

সোমবার (৩১ জুলাই) এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, সোমবার একটি আবাসিক ভবন ও একটি বিশ্ববিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হলে আরও ৬৯ জন আহত হন।

রুশ হামলায় স্বজন হারানোর ঘটনায় শহরটিতে শোক দিবস ঘোষণা করেছেন আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক।

স্থানীয়রা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার পর এই হামলার ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট জেলেনস্কির পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলার কারণে বহুতল ওই ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর প্রায় ১৫০ জন অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

টেলিগ্রামে লেখা এক বার্তায় ইউক্রেনের নেতা জেলেনস্কি বলেছেন, ৩৫০ জনেরও বেশি মানুষ উদ্ধার অভিযানে কাজ করছে। পরে আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক বলেন, জরুরি কর্মীরা ভবন থেকে আরও ৩০ জনকে উদ্ধার করেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ এই হামলায় ‘বহু লোক’ আহত এবং ট্রমার শিকার হয়েছেন। কিন্তু ‘এই সন্ত্রাস আমাদের ভীত করতে পারবে না বা আমাদের দুর্বল করতে পারবে না’ বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ