ঢাকা, শনিবার, ২ ভাদ্র ১৪৩১, ১৭ আগস্ট ২০২৪, ১১ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের বন্দর ও শিল্প স্থাপনায় রাশিয়ার ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
ইউক্রেনের বন্দর ও শিল্প স্থাপনায় রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনের ওডেসা অঞ্চলের দক্ষিণে বন্দর ও শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

বুধবার (২ আগস্ট) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কর্তৃপক্ষ বলছে, ড্রোন হামলা শিল্প স্থাপনায় আগুন ধরে গেছে। সেখানে ফায়ার সার্ভিসের কর্মী কাজ করছেন।

আঞ্চলিক প্রধান ওলেহ কিপার জানান, এই হামলায় একটি শস্য সাইলো ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবার কর্মীরা সেখানে কাজ করছেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কোথায় হয়েছে, সে বিষয়টি তিনি স্পষ্ট করেননি।

তিনি যোগ করেন, ইউক্রেনের সামরিক বাহিনী পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।

এর আগে ইউক্রেনের বিমান বাহিনী বলেছিল, রাশিয়ার ড্রোনগুলো গুরুত্বপূর্ণ বন্দর ইজমাইলের দিকে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি কিয়েভের সঙ্গে থাকা কৃষ্ণ সাগর শস্যচুক্তি থেকে সরে আসে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনের বন্দরগুলোতে হামলা বাড়িয়েছে দেশটি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।