ঢাকা, বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

এক্সে সাইবার হামলা, জানালেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এক্সে সাইবার হামলা, জানালেন ইলন মাস্ক

সাইবার হামলা হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। সাধারণ নয়, বরং বড় আকারে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন ইলন নিজেই।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, গতকাল সোমবার সকাল থেকে এক্সে সাইবার হামলা শুরু হয়। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এক্স ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হন। অনেকে নিজের আইডিতে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেন। যদিও এ সমস্যার মধ্যে কখনো কখনো মাইক্রো ব্লগিং সাইটটিতে ঢোকা যাচ্ছিল।

পরবর্তীতে সমস্যাটি নিয়ে এক্সেই পোস্ট দেন ইলন মাস্ক। তিনি লেখেন- এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে (এখনও হচ্ছে)।

সাইবার নিরাপত্তা বিশষেজ্ঞরা বলেছেন, এক্সের পরিচালন প্রক্রিয়া না দেখে কিছু বলা ঠিক হবে না। সমস্যাটা বেড়ে যাচ্ছে, সময় নিয়েছে। ধারণা করা যেতেই পারে এটি সাইবার হামলা।

এর আগেও এক্সে সাইবার হামলার অভিযোগ তুলেছিলেন ইলন মাস্ক। যদিও সে সময় কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। এবারও নিজের অভিযোগের পেছনে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।